odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সরকারি এডওয়ার্ড কলেজে ইন-হাউজ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এর উদ্বোধন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ November ২০১৮ ২০:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ November ২০১৮ ২০:২২

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সরকারি এডওয়ার্ড কলেজে ইন-হাউজ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বেলা ১২টায় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার।


উদ্বোধনকালে তিনি বলেন, বতমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্ব এখন হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশও অনেকদূর এগিয়ে গেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণরত শিক্ষকবৃন্দ অনেক উপকৃত হবেন।


ইন-হাউজ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আহব্বায়ক মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খান।


অতিথিবৃন্দ বক্তব্যকালে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু স্বপ্ন নয় এটি এখন একটি বাস্তবতা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী চিন্তা অনুযায়ী তাৎপর্যপূর্ণ গতিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে চলছে।


এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর মো. আহসান হাবিব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান আবু হেনা মুহা. গোলাম রসুল বাবলু, সহযোগী অধ্যাপক মো. শিহাব উদ্দিন, মো. মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক রাজু আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দকে প্রশিক্ষণ দেয়া হবে।


অতিথিবৃন্দ বক্তব্যকালে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু স্বপ্ন নয় এটি এখন একটি বাস্তবতা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উদ্ভাবনী চিন্তা অনুযায়ী তাৎপর্যপূর্ণ গতিতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: