odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আমি আপনাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়- আবুল খায়ের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ November ২০১৮ ০০:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ November ২০১৮ ০০:২৭

সাংবাদিক আবুল খায়ের বহুল প্রতিভাযসা অভিজ্ঞতার তিনি তার ফেসবুকে    বাংলাদেশে ক্রাইম রিপোর্টারদের সুগঠিত হয়ে, একতাবদ্ধভাবে, সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তা নিচে হু বহু দেওয়া হলো

আমার সাংবাদিকতার বয়স প্রায় ৩৬ বছর। এই দীর্ঘ কর্মময় জীবনে আমি অপরাধ বিয়ষক (ক্রাইম রিপোর্টার) সাংবাদিকতা করে আসছি। আমার সাংবাদিকতার অভিজ্ঞতা ও ক্ষেত্র থেকে আমি ক্রাইম রিপোর্টারদের নানা প্রতিকূলতা উপলব্ধি করেছি। আমি দেখেছি ক্রাইম রিপোর্টারদের চাকরীর নিরাপত্তহীনতা, আবাসিক সমস্যা, সংবাদ সংগ্রহে জীবনের ঝুঁকি, কোন কোন ক্ষেত্রে সংবাদ প্রকাশের পর কারো কারো রক্তচক্ষুর শিকার হওয়া।

ক্রাইম রির্পোটারদের এসব প্রতিকূলতা দূর করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অতীতেও অনেকে প্রতকূলতা দূর করতে এগিয়ে এসেছেন, নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। আমি তাদের সব উদ্যোগে পাশে থেকেছি।

কিন্তু অজ্ঞাত কোন কারণে প্রতিকূলতা দূর করা উদ্যোগগুলো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ক্রাইম রিপোর্টারদের ‘চিরায়ত’ ওইসব প্রতিকূলতা থেকে গেছে আগের মতই। এবার আমি আপনাদের পক্ষ হয়ে ওইসব প্রতিকূলতা দূর করতে নিজ থেকে উদ্যোগী হয়েছি। আপনাদেরকে আমার পাশে চাই।

আমি জানি এধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে হলে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে এগোতে হয়। এ কারণে আমি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচন করতে চাই। আপনাদের সবার কাছে আমি দোয়া ও সমর্থণ প্রত্যাশা করছি। আমি আপনাদেরই লোক, আপনাদের পাশে আছি, আপনাদের হয়েই থাকবো। ইনশাআল্লাহ

 

আবুল খায়ের

বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার
"দৈনিক ইত্তেফাক"।

এবং
উপদেষ্টা মন্ডলীর সদস্য
"মাসিক আমাদের অধিকারপত্র"

 



আপনার মূল্যবান মতামত দিন: