odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভারতে নৌকা ডুবি নিহত ০৯

gazi anwar | প্রকাশিত: ৩ January ২০১৯ ১৮:১০

gazi anwar
প্রকাশিত: ৩ January ২০১৯ ১৮:১০

ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে নৌকাডুবিতে কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছে এবং এতে এখনো একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।
তারা আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মহানদি নদী থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উড়িষ্যা নগরীর রাজধানী ভুবনশ্বরের ১২৪ কিলোমিটার উত্তরপূর্বের কেন্দ্রপাড়া জেলার নিপানিয়ার কাছে বুধবার সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়।
কেন্দ্রপাড়ায় দায়িত্ব পালন করা এক কর্মকর্তা বলেন, ‘গত সন্ধ্যায় এখানে মহানদি নদীর হুকিতোলা দ্বীপের লাইট হাউজে পিকনিকের পর ৫৫ জনকে বহন করা একটি নৌকা ফিরছিল। নৌকাটি হঠাৎ করে নদীতে ডুবে যাওয়ায় এ প্রাণহানি ঘটে।
তিনি বলেন, ‘আজ সকাল পর্যন্ত এ ঘটনায় ৪৫ জনকে জীবিত ও নয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এতে এখনো একজন নিখোঁজ রয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: