odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভারত সীমান্তে চীন তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে

gazi anwar | প্রকাশিত: ১৬ February ২০১৯ ১৭:৪২

gazi anwar
প্রকাশিত: ১৬ February ২০১৯ ১৭:৪২

ভারত সীমান্তে চীন তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এ ছাড়াও তারা সতর্ক করে বলেছে, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন অংশে সেনা উপস্থিতি জোরদার করছে।


বৃহস্পতিবার কাশ্মীর টাইমস জানায়, দু’দেশের সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল এলাকায় নতুন করে সামরিক তৎপরতা জোরদার করেছে চীন। সীমান্তে বিভিন্ন মাত্রার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং।

এসব ক্ষেপণাস্ত্র ২৫০ থেকে হাজার কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম। তিব্বতের গোংগা বেসামরিক বিমানবন্দরের উন্নয়ন করছে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএল)।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় তিব্বতের বুড়াং, লাহুনজি এবং তিনগিরিতে তিনটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে বেইজিং। চীনভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ খাতে ২৬০ কোটি ডলার ব্যয় করা হবে এবং ২০২১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।



আপনার মূল্যবান মতামত দিন: