odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস

পিকনিকের বাস উল্টে গিয়ে ১ শিক্ষার্থী নিহত অন্তত ৩০ জন

gazi anwar | প্রকাশিত: ১৯ February ২০১৯ ১৫:৪৬

gazi anwar
প্রকাশিত: ১৯ February ২০১৯ ১৫:৪৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস উল্টে গিয়ে ১ শিক্ষার্থী নিহত ও অন্তত ৩০ জন হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালবাহানের রওশনপুরে এ দুর্ঘটনা ঘটে।


পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ গোলাম আজম দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার সিং বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ১০টার দিকে বাসটি রওশনপুরের কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।

বাসে সব মিলেয়ে ৬৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন তারা।

নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমারসহ বাসের সব আরোহী আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সজীব ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বাসটি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিল।

তেঁতুলিয়া থানার ওসি জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: