odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভারত পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

gazi anwar | প্রকাশিত: ২০ February ২০১৯ ১৩:০৯

gazi anwar
প্রকাশিত: ২০ February ২০১৯ ১৩:০৯

পাকিস্তানে দু’দিনের সফর শেষে প্রায় একদিনের সফরে ভারত পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার রাতে তিনি নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছান। তাকে আলিঙ্গন করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ৩০ ঘণ্টার এ সফরে বুধবার মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা আছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক ওই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। এছাড়াও কাশ্মীর ইস্যুও আলোচিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে পাকিস্তান সফরে যুবরাজ মোহাম্মদ গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেন। পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি ঠিকঠাক করতে সাহায্য করবে এই বিনিয়োগ।

এই চুক্তির মধ্যে রয়েছে বন্দর নগরীতে ৮ বিলিয়ন মার্কিন ডলারের তেল শোধনাগার। এর আগে দুই পক্ষ থেকেই শক্তি, পেট্রোকেমিক্যাল, খনির ক্ষেত্র বিষয়ে বেশ কিছু প্রাদেশিক চুক্তি স্বাক্ষরিত হয়।সৌদি আরব-যুবরাজ-কাশ্মীর-ভারত সফর

পাকিস্তানকে এখন দ্রুতই পেমেন্ট সংকট চিহ্নিত করতে হবে সহায়তার জন্য।

পাকিস্তানেও ভারতের সঙ্গে জটিলতা মিটিয়ে ফেলতে সহায়তা করার কথা বলেন এমবিএস নামে পরিচিত যুবরাজ নিজেই।

এ নিয়ে সোমবার রাতে দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিও দেয়া হয়। যুবরাজ এবং দেশের উপ-প্রধানমন্ত্রী ওই যৌথ বিবৃতিতে বলেন, এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান একমাত্র আলোচনার মধ্য দিয়েই সম্ভব।

বিবৃতিতে ভারতের সঙ্গে সংলাপের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আগ্রহ এবং চেষ্টার প্রশংসাও করেন মোহাম্মদ।সৌদি যুবরাজ-মোহাম্মদ বিন সালমান-কাশ্মীর-ভারত-পাকিস্তান

জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যুতে জাতিসংঘের তালিকা নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় বিবৃতিতে সে বিষয়েও জোর দেয়া হয়। এর মাধ্যমে জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় পাকিস্তানভিত্তিক সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নাম যুক্ত করতে ভারতের চাপের বিষয়কে ইঙ্গিত করা হয়েছে বলে উল্লেখ করেছে এনডিটিভি।

কাশ্মীরে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা নিরসনে সরাসরি জাতিসংঘের সহায়তা চেয়েছে পাকিস্তানও। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে সোমবার এক চিঠি দিয়ে দুই দেশের উত্তেজনা নিরসনে তার সহায়তা চান বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভারত সফরের ঠিক আগে সাম্প্রতিক কাশ্মীর অস্থিরতার প্রসঙ্গ তুলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবেইর আশ্বাস দেন, কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা নিরসনে কাজ করবে সৌদি আরব।জম্মু-কাশ্মির-হামলা-বিচ্ছিন্নতাবাদী-সৌদি যুবরাজ

৭০ বছর আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চলছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিয়ে তৈরি হওয়া সেই দ্বন্দ্ব প্রায়ই দুই দেশের সম্পর্ক জটিল করে তোলে।

গত সপ্তাহে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪০ জনের বেশি আধাসামরিক সেনা নিহতের ঘটনা উত্তেজনার আগুন আরও উসকে দেয়। যে হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ।

পাকিস্তান এ হামলায় নিজেদের সব রকম সম্পৃক্ততা অস্বীকার করলেও ভারতের দাবি পাকিস্তানের মদদে এ হামলা হয়েছে। বদলা হিসেবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করার অঙ্গীকারও করেছে দেশটি।

chenel i থেকে



আপনার মূল্যবান মতামত দিন: