odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী

ভারতের আসামে ‘বিষাক্ত দেশি মদ’ পান করে একদিনেই ৯ নারীসহ ৩২ জনের মৃত্যু হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ February ২০১৯ ১১:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ February ২০১৯ ১১:২৩

ভারতের আসামে ‘বিষাক্ত দেশি মদ’ পান করে একদিনেই ৯ নারীসহ ৩২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী। এ ঘটনায় আরও ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষাক্ত মদপান করেছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন: