odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতার দেশবাসীর প্রতি কারাকাস অভিমুখে যাত্রার আহ্বান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ March ২০১৯ ১৫:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ March ২০১৯ ১৫:৪৩

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো কারাকাস অভিমুখে যাত্রার জন্য শনিবার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ প্রয়োগ করতে রাজধানীর রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গুয়াইদো হাজার হাজার সমর্থকের সামনে দাঁড়িয়ে বলেন, রাজধানী অভিমুখে এই যাত্রায় নেতৃত্ব দেয়ার আগে তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করবেন।
গুয়াইদো (৩৫) আরো বলেন, ‘আমরা দেশব্যাপী এই সফর শেষ করার পর কারাকাসে একসাথে আসার দিনক্ষণ চূড়ান্ত করব।’
‘সময় হলে’ বিদেশী রাষ্ট্রের প্রতি সামরিক হস্তক্ষেপের আহ্বান করবেন বলেও হুমকি দেন গুয়াইদো।
তিনি এ ব্যপারে সংবিধানের প্রতি ইঙ্গিত দেন। এতে ‘বিদেশে ভেনিজুয়েলার সামরিক মিশন ও দেশে বিদেশী রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের’ অনুমতি দেয়া আছে।
তিনি আরো বলেন, ‘সব সুযোগই খোলা রয়েছে।’
এই কথাটি তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব প্রিয় একটি বাক্য।
এদিকে মাদুরো যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে টুইটারে জানান, ‘পূর্বের যে কোন সময়ের চেয়ে আজ আমরা সবচেয়ে বেশি সাম্রাজ্য বিরোধী। আমরা কখনই আত্মসমর্পণ করবো না।’
এদিকে ৫০টির বেশি দেশ গুয়াইদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: