odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বিদেশী প্রতিনিধিদলের বেরোবি'র লিঁয়াজো অফিস পরিদর্শন

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১৬:৩৭

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১৬:৩৭

ঢাকা: সুইডেনের কেটিএইচ রয়েল ইন্সটিটিউট অব টেকনোলজি এর অধ্যাপক প্রসূন ভট্টাচার্য, ভারতের এক্সেলডটস এবি এর প্রধান নির্বাহী সঞ্জীব শর্মা ও সৌরভ সিং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ঢাকাস্থ লিঁয়াজো অফিস পরিদর্শন করেছেন।

গত মঙ্গলবার শ্যামলীতে অবস্থিত অফিস পরিদর্শন করেন তারা। এসময় প্রতিনিধিদলকে স্বাগত জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন কোর্সের নব নিযুক্ত শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব শেষে প্রফেসর প্রসূন খাবার পানি ব্যবস্থাপনা ও আর্সেনিক রোধের উপর আলোচনা করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষক তানভীর ফিত্তীন আবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের এর পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী, কোর্স সিনিয়র ইমরানা বারী, প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, মো. সানজিদ ইসলাম, মুজাহিদুল ইসলাম, মো. শামীম হোসেন, মেহনাজ আব্বাসী বাঁধন, সিরাজুম মুনিরা, ফারজানা জান্নাত তশী, এবিএম নুরুল্লাহ, মারজিয়া সুলতানা, মো. সারোয়ার আহমাদ ও বিউটি মন্ডল।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: