odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

আবারও কাশ্মীরে সংঘর্ষ

Akbar | প্রকাশিত: ৭ April ২০১৯ ১০:৫৯

Akbar
প্রকাশিত: ৭ April ২০১৯ ১০:৫৯

আন্তর্জাতিক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শোপিয়ানের ইমাম সাহিব এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অনন্ত ২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার বিকেল নাগাদ এ সংঘর্ষ বাধে। রাত অবধি চলে গোলাগুলি। গোপন সংবাদের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালায় দেশটির সেনারা।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতির টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে পাল্টা আক্রমণে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে দেশটির পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এছাড়া ওই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: