odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভুল করে ভোট দিয়ে আঙুল কর্তন!

Akbar | প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:১০

Akbar
প্রকাশিত: ১৯ April ২০১৯ ১২:১০

আন্তর্জাতিক,১৯ এপ্রিল(অধিকারপত্র):ভুল করে অন্য অপছন্দের প্রতীকে ভোট দিয়ে অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন এক যুবক। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছিলেন তিনি। সামান্য মনযোগ বিঘ্নের কারণে নিজের পছন্দের বাইরের প্রতীকে টিপ পড়ে যায়। সম্ভবত প্রতীকটি ছিল খুবই অপছন্দের। তাই অনুতাপে নিজের আঙুলই কেটে ফেলেন তিনি।
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বৃহস্পতিবার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ইভিএমে বহুজন সমাজ পার্টির (বসপা) হাতি প্রতীকে বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপির প্রতীক পদ্মফুলে চাপ পড়ে। অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির ওই সমর্থক।

জানা গেছে, শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার পছন্দের প্রতীকে বোতাম টিপতে গিয়ে ভুল করেন। হাতির পরিবর্তে ভুলে পদ্মফুলের বোতামে চাপ দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

এলাকাবাসী জানায়, এতে খুবই অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন।

এবার বুলন্দশহরে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) এবং আরএলডি জোট বনাম বিজেপির মধ্যে।

এদিকে বৃহস্পতিবার ভোটের শুরু হতেই গোলমাল পাকিয়ে ফেলেন বিজেপি প্রার্থী ভোলা সিং। একটি বুথে গিয়ে তিনি ভোট চেয়ে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: