odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর...’

Admin 1 | প্রকাশিত: ৯ April ২০১৭ ০৬:০০

Admin 1
প্রকাশিত: ৯ April ২০১৭ ০৬:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বাংলা নববর্ষকে বরণ করে নিতে এবার বিশাল পরিসরে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিয়েছে। ইউনেস্কো বর্ষবরণের এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় চারুকলা অনুষদ বিগত ২৮ বছরের উল্লেখযোগ্য মোটিফগুলো এবারের শোভাযাত্রায় রাখার পরিকল্পনা গ্রহণ করেছে।
কবি গুরুর গানের একটি লাইনকে এবারের শোভাযাত্রার থিম হিসেবে বেছে নেয়া হয়েছে। সেটি হলো ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর...’। থিমটি নির্বাচন করেছেন বিশ্ববিদ্যলয়েরই শিক্ষক ড. আজিজুল হক।
বরাবরের মতো এবারও শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যই তুলে ধরা হবে। তবে ইউনেস্কোর স্বীকৃতির কারণে বিগত ২৮ বছরের উল্লেখযোগ্য কিছু মোটিফ এবারের শোভাযাত্রায় থাকবে। ১৯৮৯ সালে প্রথম মঙ্গল শোভাযাত্রায় সামরিক শাসনামলের প্রতিরূপ হিসেবে একটি কালো হাতি ব্যবহার করা হয়েছিল, এবার সেটি থাকবে শোভাযাত্রার আরম্ভকালের প্রতীক হিসেবে।
তেমনি, বাংলাদেশ সরকারের সমুদ্র অঞ্চল বিজয় স্মরণে শোভাযাত্রায় স্থান পাওয়া ময়ূরপঙ্খী নাওয়ের প্রতিরূপ হিসেবে থাকবে জলযান, যুদ্ধাপরাধী ছাড়াও ঘাতকরূপী জঙ্গীর থাবা হিসেবে বিগত শোভাযাত্রায় স্থান পাওয়া কালো হাতের প্রতিরূপ হিসেবে একটি নেগেটিভ মোটিফও থাকবে। শোভাযাত্রার এবারের থিম ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তৈরি করা হচ্ছে মূল মোটিফ সূর্য। সূর্যেও হাস্যোজ্জ্বল মুখ দিয়ে বোঝানো হচ্ছে দেশের অর্জন, সমৃদ্ধি ও মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার পথে এগিয়ে যাওয়া। আর কদাকার মুখ দিয়ে বোঝানো হচ্ছে জঙ্গিবাদের আষ্ফালন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ ঘুরে  দেখা যায় বর্ষবরণের নানামুখী তৎপরতা। বাঙালির প্রাণের উৎসবকে বরণ করতে তৈরি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নানা মোটিফ, তৈরি হচ্ছে রং-বেরঙের মুখোশ। তাতে লাগছে শিল্পীর রং-তুলির আঁচড়। বিপুল উৎসাহ নিয়ে শোভাযাত্রার কাজ করছেন চারুকলার ১৮তম ও ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। জয়নুল গ্যালারির সামনে, অনুষদের খোলা প্রান্তরে সর্বত্রই তারা তৈরি করছেন বৃহৎ আকারের নানা মুখোশ, মোটিফ ইত্যাদি। শোভাযাত্রায় সূর্যের মুখের কাঠামো ছাড়াও থাকবে হাতি, ঘোড়া, শখের হাড়ি, টেপা পুতুল ইত্যাদি।
বিশ্ব ঐতিহ্যে পরিণত হওয়া চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রাটি প্রথম যাত্রা শুরু করে ১৯৮৯ সালে। প্রথম বছরেই এ শোভাযাত্রা সকলের নজর কেড়ে নেয়। এরপর থেকে এটা বাংলা বর্ষবরণের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।



আপনার মূল্যবান মতামত দিন: