odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

প্রেমিকাকে নিলামে তুললো প্রেমিক

Akbar | প্রকাশিত: ১৫ May ২০১৯ ১৯:১০

Akbar
প্রকাশিত: ১৫ May ২০১৯ ১৯:১০

আন্তর্জাতিক, ১৫ মে (অধিকারপত্র):ইংল্যান্ডের প্রেস্টন শহরে প্রেমিকাকে ধর্ষণের জন্য নিলামে তুলেছেন এক প্রেমিক। অনলাইনে তোলা নিলামে ওই প্রেমিক অন্যদের আহ্বান করে লেখেন, চাইলে তুমি আমার প্রেমিকাকে ধর্ষণ করতে পারো।

শুধু এতেই ক্ষান্ত হয়নি সেই প্রেমিক, সামাজিক যোগাযোগমাধ্যম ট্যুইটারে নিজের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২০ বছর বয়সী ওই তরুণী। পরিচয় প্রকাশ না করা তার এক বন্ধুও শেয়ার করেছেন সেই ঘটনার কথা।

তরুণীর বন্ধুর করা টুইট নিমেষেই ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ৫০ হাজারেরও বেশি লাইক এবং রিট্যুইট হয়েছে।

দীর্ঘ ৪ বছর ধরে প্রেমিকের সঙ্গে লিভ-ইন করেছিলেন। কিন্তু সেই প্রেমিক যে এমন কাণ্ড করে বসবেন সে কথা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি প্রেমিকা।

টুইটে বলা হয়, প্রেমিকের ফোনে তাদের এনগেজমেন্ট রিংয়ের কোনো তথ্য রয়েছে কিনা তা খুঁজতে গিয়ে চমকে যান প্রেমিকা। তিনি কয়েকটি ই-মেইলে দেখতে পান, তার প্রেমিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপনও দিয়েছিলেন।

যেখানে বলা হয়েছে, তার প্রেমিকাকে যারা ধর্ষণ করবে তারা যেন যোগাযোগ করেন।

তরুণীর বন্ধু আরো বলেছেন, ওই প্রেমিক তার গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় নানা ছবি ও ভিডিও ধারণ করে রাখতো। সেগুলো অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিতো। আর এই ভিডিও ছবি দেখিয়ে নিজের প্রেমিকাকে ধর্ষণের চুক্তি করতেন তিনি।

এ ঘটনায় ওই তরুণী পুলিশের দ্বারস্থও হন। পরে প্রেমিক তার কাছে ক্ষমা চায়। তবে ওই তরুণী তাকে ক্ষমা করতে অপারগতা প্রকাশ করেছেন। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: