odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মোদির বিজয়ের খবরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের‍

Akbar | প্রকাশিত: ২৩ May ২০১৯ ১৭:১১

Akbar
প্রকাশিত: ২৩ May ২০১৯ ১৭:১১

আন্তর্জাতিক: ভারতের নির্বাচনের ফলাফলে মোদি জোয়ারের খবর আসতে না আসতেই এবার একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী চিরবৈরী পাকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটি শাহীন-২ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষাকে প্রশিক্ষণ উৎক্ষেপণ বলে বর্ণনা করেছে।

দেড় হাজার মাইলের পাল্লার ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে জল-স্থলের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে জানা গেছে।

এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।

পর্যবেক্ষকদের ধারনা, প্রতিবেশী কোনো দেশের নাম না নেয়া হলেও ভারতকে সতর্ক করতেই পাকিস্তান পরীক্ষাটি চালিয়েছে।

ভারতের ভোট গণনায় দেখা গেছে, দেশটির প্রধানমন্ত্রী ও তার দল কট্টরহিন্দুত্ববাদী বিজেপি বিরোধীদের তুলনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। আরও পাঁচ বছরের জন্য ক্ষমতার মসনদ নিশ্চিত হচ্ছে নরেন্দ্র মোদির।



আপনার মূল্যবান মতামত দিন: