odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫
ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত

odhikar patra | প্রকাশিত: ১২ June ২০১৯ ১৭:১৯

odhikar patra
প্রকাশিত: ১২ June ২০১৯ ১৭:১৯

 

 সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী বুধবার ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। সরকারি বার্তা সংস্থা সানা একথা জানায়। খবর এএফপি’র।
সূত্র আরো জানায়, গোলান মালভূমির কাছে অবস্থিত তাল আল-হেরা এলাকা লক্ষ্য করে স্থানীয় সময় রাত দুইটার দিকে (গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২৩০০ টা) এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
সংস্থাটি আরো জানায়, এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তবে এসব হামলার লক্ষ্যস্থল কি ছিল সে ব্যাপারে তারা সুস্পষ্ট করে কিছু জানায়নি।
সানার ওই প্রতিবেদনে ‘ইলেক্ট্রনিক ওয়ার’ চালানোয় এবং সিরিয়ার রাডার ব্যবস্থা ‘জ্যাম’ করায় ইসরাইলকে অভিযুক্তও করা হয়।
২০১১ সালে সংঘাত শুরুর পর থেকে ইসরাইল শত শত বার ইসরাইলে বিমান হামলা চালায়। বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং দেশটির মিত্র ইরান ও হিজবুল্লাহ’কে লক্ষ্য করে তারা এসব হামলা চালায়।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: