odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী

odhikar patra | প্রকাশিত: ১৮ July ২০১৯ ২২:৩৪

odhikar patra
প্রকাশিত: ১৮ July ২০১৯ ২২:৩৪

 



প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভুত কোনো নারী অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন। তার নাম সাবরিনা ফারুকি। দেশটিতে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে লড়বেন।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশটির দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ বলা হয় এসএসডব্লিউ পরিষদকে।

সাবরিনার জন্ম বাংলাদেশেই। তিনি বাংলাদেশেই বেড়ে উঠেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান। তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আর ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: