odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বেপরোয়া গুলিতে ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে ৩ জন নিহত

gazi anwar | প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:২৭

gazi anwar
প্রকাশিত: ২৯ July ২০১৯ ১৯:২৭

 

ক্যালিফোর্নিয়ায় বড়ো ধরণের এক খাদ্য উৎসবে বন্দুকধারীর বেপরোয়া গুলিতে কমপক্ষে তিনজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
গিলরয়ের পুলিশ জানায়, সান জোসের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বে নগরীর রসুন উৎসব স্থলে এটি ছিল একটি ভয়াবহ অপরাধমূলক কর্মকান্ড। যুক্তরাষ্ট্রের প্রধান খাদ্য উৎসবগুলোর অন্যতম এই রসুন উৎসব।
নগরীর কাউন্সিলম্যান ডিওন ব্রাকো জানান, বেপরোয়া এ গুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি একথা জানান



আপনার মূল্যবান মতামত দিন: