odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

স্পেন অভিমুখী ৪শ’ অভিবাসী উদ্ধার করেছে মরক্কোর নৌবাহিনী

odhikar patra | প্রকাশিত: ৬ August ২০১৯ ১৪:৩৮

odhikar patra
প্রকাশিত: ৬ August ২০১৯ ১৪:৩৮

 

 মরক্কোর নৌবাহিনী স্পেনে যাওয়ার চেষ্টা করা ৪শ’র বেশি অভিবাসীকে উদ্ধার করে তাদের উত্তর আফ্রিকার এ দেশে ফেরত পাঠিয়েছে। সোমবার সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র জানায়, এদের মধ্যে কিছু লোককে ‘নাজুক শারীরিক অবস্থার কারণে উপকূলে নেয়া হয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নেয়ার আগে মরক্কোর কোস্টগার্ডের বিভিন্ন জাহাজে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ৪২৬ অভিবাসীর অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে। তাদেকে সোমবার রাতে মরক্কোতে পাঠানো হয়েছে।
এসব অভিবাসীর মধ্যে ১৬ শিশু ও ৫৩ নারী রয়েছে। তারা বিভিন্ন নৌযানে ছিল।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, সমুদ্র পথে স্পেনে যাওয়া অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ১০ হাজার ৪৭৫ জন স্পেনে পৌঁছেছে। ২০১৮ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৭৫ জন।
২০১৯ সালের প্রথম ছয় মাসে সমুদ্র পথে যাওয়ার সময় ২শ’র বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: