odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

দুদকে যাননি মাহী-লোপা, ২৫ আগস্ট হাজিরা

odhikar patra | প্রকাশিত: ৭ August ২০১৯ ১৭:৪৬

odhikar patra
প্রকাশিত: ৭ August ২০১৯ ১৭:৪৬

 

 
 
 

নিজস্ব প্রতিবেদক : বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক বুধবার দুর্নীতি দমন কমিশন-দুদকে হাজির হননি। এ কারণে আগামী ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদেরকে ফের নোটিশ দিয়েছে দুদুক।

বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রবিবার (৪ আগস্ট) মাহী ও তার স্ত্রী আশফাহ হককে তলবি নোটিশ পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। বুধবার সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মাহী ও তার স্ত্রী সময় চেয়ে আবেদন করেছেন। এ কারণে ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য আজ  আবারও তাদের নামে নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। গত জুন মাস থেকেই তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা



আপনার মূল্যবান মতামত দিন: