odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
২ উইকেটে ৬০ রান

বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং-এ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ November ২০১৯ ২০:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ November ২০১৯ ২০:১৪

 

দিল্লি, ৩ নভেম্বর, ২০১৯ রবিবার  : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে এক হাজারতম ম্যাচে লড়াই করছে দুই দল।
এ ম্যাচ দিয়ে বাংলাদেশের পক্ষে অভিষেক হতে যাচ্ছে বাঁ-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইমের। ৫টি প্রথম শ্রেনির ক্রিকেটে ১৮৩ রান রয়েছে তার। ঘরোয়া আসরে ৭টি টি-২০তে ৯০ রান করেছেন ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান। ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম। গেল অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দু’টি অর্ধশতকও ছিলো নাইমের ব্যাটে। বাংলাদেশ একাদশে জায়গা হয়নি আরাফাত সানি, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুনের।
এছাড়া ভারতের পক্ষে অভিষেক হতে যাচ্ছে অলরাউন্ডার শিবম দুবের। ভারতের একাদশে সুযোগ হয়নি সনজু স্যামসন, মনিষ পান্ডিয়া, রাহুল চাহার ও শারদুল ঠাকুরের।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋসভ পান্থ, ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দিপক চাহার ও খলিল আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন: