ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিজ্ঞাপনে শুরু রোমানা স্বর্ণার বছর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২০ ০৮:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২০ ০৮:০২

 

 

রোমানা স্বর্ণার বছরের শুরু হলো বিজ্ঞাপনে অভিনয় দিয়ে। এর আগে ধারাবাহিক ও খন্ড নাটকে অভিন্য করলেও ২০২০ সালের শুরুতে অভিনয় করেছেন কেএনবি ফিডের একটি বিজ্ঞাপনে। রোমানা স্বর্ণা ছাড়াও অভিনেতা ফারুক আহমেদ ও ডাঃ এজাজকে নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেন মারুফ আহমেদ খান রিজভী।

নতুন বছরের পরিকল্পনা জানিয়ে রোমানা বলেন, ভালো ভালো কাজ করতে চাই। নাটকে কাজ করছি। ভালো গল্প পেলে সিনেমাতেও কাজ শুরু করবো। নতুন বছেরর শুরুতে বিজ্ঞাপনে কাজ করলাম। নাটক, সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও সময় দিবো।

প্রসঙ্গত, ২০১৫ সালে তন্ময় তানসেন নির্মিত রান আউট সিনেমায় অভিনয় করেন রোমানা স্বর্ণা। বর্তমানে রোমানা স্বর্ণা অভিনীত ধারাবাহিক ‘ট্রাফিক সিগনাল’ আরটিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়াও তিনি ব্যস্ত আছেন শর্ট ফিল্ম ও খন্ড নাটকের কাজে



আপনার মূল্যবান মতামত দিন: