
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাহাত নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৫ মে) হল প্রাধ্যক্ষ ও ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং সাবেক সভাপতি দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন দেয় হয়।
১৬ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মোর্শেদ মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শরীফ ও আহমাদ গালিব। সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত শিশির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ-দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হাম্মাদ তালুকদার, প্রচার সম্পাদক মো. মানিক হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইলিয়াস হোসেন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, আইন সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ইমন।
নবনির্বাচিত সভাপতি নাহিদুর রহমান বলেন, “ডিবেটিং শুধু যুক্তি কিংবা প্রতিযোগিতা নয়, এটি চিন্তা, যুক্তি ও ভাষার সম্মিলিত অনুশীলন। একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত বিতর্ক সংগঠন কেবল বক্তাই তৈরি করে না, বরং একটি প্রগতিশীল সমাজের ভিত্তিও স্থাপন করে। আমরা চাই—এই সংগঠনটি এমন এক জায়গায় পৌঁছাক যেখানে যুক্তি হবে আলোর পথ আর মতবিনিময় হবে সম্মানের ভিত্তি।”
তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে এগিয়ে গেলে এবং সম্মিলিতভাবে পরিশ্রম করলে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি একটি আদর্শ বিতর্ক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে—এই বিশ্বাস রাখি।”
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: