ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কৃষকের অধিকার আদায়ে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

odhikarpatra | প্রকাশিত: ২৭ মে ২০২৫ ২২:৫০

odhikarpatra
প্রকাশিত: ২৭ মে ২০২৫ ২২:৫০

ইবি প্রতিনিধি:

কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীদের হাতে "কৃষক বাঁচলে দেশ বাঁচবে","খাদ্য দেয় যে তার মুখেই খাবার নাই, এই অবিচার চলবে না", "কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ন্যায্য মূল্য নিশ্চিত করো", "ফসলের দাম দাও কৃষকে বাঁচার " ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, যেখানে কৃষক রাতদিন হাড়ভাঙ্গা পরিশ্রম অর্থ ব্যয় করে ফসল চাষ করে। তারা সেই ফসল বিক্রি করতে পারেনা। বিক্রি করতে গিয়ে নানান হয়রানির শিকার হতে হয়। যে ফসল মাঠে বিক্রি করে ৫-১০ টাকা সেই ফসল বাজারে,উপজেলা শহরে,জেলা শহরে, বিভাগীয় শহরে,রাজধানীতে ৩০-৪০ টাকা পর্যন্ত বিক্রি হয় সেখানে মধ্যস্বস্তভোগী কোটি কোটি টাকা লাভের ব্যবসা করে কৃষকের রক্ত চুষে।

তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সেজন্য সরকার ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণ দিবেন। সরকারি ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে। কৃষকের ফসল নিয়ে সকল রকমের সিন্ডিকেট বন্ধ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন,কৃষক যাতে কৃষি কাজে উৎসাহ পায় সেইটার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং কৃষি করতে যেয়ে ঋণগ্রস্ত না হয় সেজন্য সরকারকে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ল' এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী খোকন বর্মন উত্তরঅঞ্চলের কৃষকদের অধিকার আদায়ে একক ভাবে অবস্থান কর্মসূচি শুরু করলেও বর্তমানে শিক্ষার্থী সংখ্যা বাড়তে শুরু করেছে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: