odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল

এমবাপের হ্যাটট্রিকে পিএসজির জয়; ছিটকে যাবার শঙ্কায় বার্সা !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ February ২০২১ ১৭:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ February ২০২১ ১৭:০১

 

নিজস্ব প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির দল বার্সেলোনাকে তাদেরই মাঠেই উড়িয়ে দিয়েছে এমবাপের পিএসজি।

ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার শেষ রাতে বার্সার প্রথম গোল হজম করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়ি ফরাসি ফুটবল ক্লাব পিএসজি ৪-১ গোলে জয় পায়।

খেলার শুরুতে মেসির গোলে বার্সেলোনা এগিয়ে গেলেও পিএসজির তোপের মুখে টিকে থাকতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সা ।

এর আগে খেলার ২৭তম মিনিটে মেসির স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। চাপ কাটিয়ে পাঁচ মিনিট পর গোলও পেয়ে যায় পিএসজি। বক্সের ছয় গজ বাইরে থেকে জোরালো শটে টের স্টেগেনকে পরাস্ত করেন এমবাপে।

এদিকে দ্বিতীয়ার্ধের চাপ ধরে রেখে ৬৫ মিনিটে এমবাপের জোরালো শটে এগিয়ে যায় পিএসজি।

৭০তম মিনিটে বাঁ দিক থেকে লেয়ান্দ্রো পারেদেসের দারুণ ফ্রি-কিকে গোলমুখ থেকে কোনাকুনি হেডে টের স্টেগেনকে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন। আর ৮৫তম মিনিটে পাল্টা-আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে।

বার্সার এত বড় ব্যবধানে পরাজয়ের পর শেষ আটে ওঠার লড়াইয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল বার্সা।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: