odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
মুজিব শতবর্ষ উপলক্ষে

মধ্যপাড়া চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৬ February ২০২১ ০৪:২৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৬ February ২০২১ ০৪:২৮

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ পূর্তি উপলক্ষ্যে নিঃস্বার্থ সামাজিক সংগঠন আয়োজিত মধ্যপাড়া চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ইছাপুরা জনতা সংসদ বনাম কিশোর একাদশ নওপাড়া ফুটবল একাডেমি ।

খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। ৫০ মিনিটের খেলায় ২-০ গোলের ব্যাবধানে ইছাপুরা জনতা জয় পায়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকামহানগর দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ আজহার হোসেন, ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি মুনসুর আবেদীন মুকুল, জাহিদ হোসেন জুয়েল, ন্যাসনাল মেডিকেল এর সহকারী অধ্যাপক ডা. সাকিব রানা, বি সি সি রোড পঞ্চায়েত কমিটির সভাপতি সাফিন শিপলু,৭৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কালাম, ৭৫ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম তিতাস, বৃহত্তর সুএাপুর থানা সেচ্ছাসেবক লীগ সভাপতি আবু আহমেদ নীপু, রুবেল,কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সরকার।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মৃধা গ্রুপের চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, জেলা পরিষদ সদস্য হাজি মো. মির্জা হায়দার নেকবর, মধ্যপাড়া ইউ পি চেয়ারম্যান হাজি করিম, বয়রাগাদি ইউ পি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, মধ্যপাড়া ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: