odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
লংকানদের ১২-০ গোলে বিধ্বস্ত করে

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২০ December ২০২১ ০৯:১৯

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২০ December ২০২১ ০৯:১৯

 

sharethis sharing button

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২১ : শ্রীলংকান নারীদের গুঁড়িয়ে দিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বীপদেশ শ্রীলংকার বিপক্ষে ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
স্বাগতিক দলের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন যথাক্রমে আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় নেপাল। ফলে ফাইনালে স্থান  পেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। তারপরও ক্ষীণ আশা নিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পেতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: