odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

| প্রকাশিত: ১ April ২০২২ ০৫:৩৯


প্রকাশিত: ১ April ২০২২ ০৫:৩৯

 

দাপটের সাথে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টির শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। আজ কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে ভারত। সর্বোচ্চ ৩৮ রান করেন গুলামদিন।

এ ছাড়া শচীন ২৪, শিভা ২৩ ও কৈলাশ করেন ২১ রান। বাংলাদেশের বোলার ভোবেন নেন ২ উইকেট।
১০৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ১১ ওভার ১ বলেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৩২ বলে ৬০ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন ওপেনার কাজল। ২৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক সুমিত। ১৩ রানে অপরাজিত থাকেন জাভেদ।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের জন্য ১০ কোটি টাকার ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশনেত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: