odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দ্য হান্ড্রেডের ড্রাফটে সাকিব-তাসকিনসহ ১০ বাংলাদেশি

 ক্রীড়া ডেস্ক   | প্রকাশিত: ১ April ২০২২ ২০:২৯

 ক্রীড়া ডেস্ক  
প্রকাশিত: ১ April ২০২২ ২০:২৯

 দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন আরো ৯ বাংলাদেশি ক্রিকেটার।

সাকিবের রিজার্ভ প্রাইস ধরা হয়েছে এক লাখ পাউন্ডে। রিজার্ভ প্রাইস ছাড়া খেলোয়াড়দের তালিকায় নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমান আছেন।

১৬টি দেশের ২৮৪ বিদেশি খেলোয়াড়ের নাম আছে এই ড্রাফটে। আর মোট ২৫০ জন স্থানীয় খেলোয়াড়।

সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডের রিজার্ভ প্রাইসের খেলোয়াড় বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারিন, কিয়েরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার।

সাকিবের সঙ্গে ১ লাখ পাউন্ডের রিজার্ভ প্রাইসের তালিকায় আছেন কুইন্টন ডি কক, ঝাই রিচার্ডসন, আন্দ্রে রাসেল।

আগামী ৪ এপ্রিল রুদ্ধদ্বার আয়োজনে হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। পরের দিন ৫ এপ্রিল মধ্যদুপুরে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

দ্বিতীয় সংস্করণের জন্য আটটি দল এরই মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রেখেছে। বাকি ৪২টি শূন্য জায়গা পূরণ করা হবে ড্রাফট থেকে। ১৭ জন বিদেশি ও ২৫ জন দেশি খেলোয়াড় দল পাবেন। ৩ আগস্ট উঠবে ১০০ বলের ক্রিকেটের পর্দা।



আপনার মূল্যবান মতামত দিন: