odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

হারের শঙ্কায় টাইগাররা

ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ২৭ May ২০২২ ০৪:৩৪

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৭ May ২০২২ ০৪:৩৪

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম এবং লিটন দাসের রেকর্ড ২৭২ রানের জুটিতে এরপর ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা।

ইনিংস শেষে এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৬৫ রান স্কোরবোর্ডে তুলেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশকে জবাবটা ভালোই দিয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দীনেশ চান্দিমালের ১৯৯ রানের জুটিতে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ তো ছাড়িয়ে গিয়েছেই, সঙ্গে যোগ করেছিল আরও ১৪১ রান।

শ্রীলঙ্কার সেই লিড সামনে রেখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে টপ অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এখন বড় হারের শঙ্কা উঁকি দিচ্ছে।

চতুর্থ দিনের শেষ দিকে খেই হারিয়ে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে এখনো ১০৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

১৪১ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হলো না। ইনিংসের প্রথম ওভারেই জয় সাজঘরে ফিরতে পারতেন জয়। কাশুন রাজিথার বল ড্রাইভ করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি ডানহাতি ওপেনার। কিন্তু তার ব্যাটের আলতো চুমু পেয়ে বল যায় উইকেটের পেছনে। লঙ্কানরা কেউই তার উইকেটের আবেদন করেননি।

পঞ্চম ওভারে রাজিথার বলে দ্বিতীয় স্লিপে আবার ক্যাচ দেন জয়। এবার কামিন্ডু মেন্ডিস তার ক্যাচ ছাড়েন। শূন্য ও ৯ রানে জয় দুবার জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি। দশম ওভারে আশিথা ফার্নান্দোর লাফিয়ে উঠা বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ১৫ রানে। বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট।

এর আগে তামিম ইকবাল ম্যাচে দ্বিতীয়বার রানের খাতা খোলার আগেই আউট। শান্ত ও মুমিনুল এলেন আর গেলেন। শান্ত রান আউটে কাটা পড়লেন ২ রান করে। রানের খাতা খোলার আগে মুমিনুলও ক্যাচ দিলেন উইকেটের পেছনে।



আপনার মূল্যবান মতামত দিন: