odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ন্যাটোতে ফিনল্যান্ডকে তুরস্কের গ্রিন সিগন্যাল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ March ২০২৩ ২১:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ March ২০২৩ ২১:১১

ফিনল্যান্ডের  ন্যাটোয় যোগদানে কোনও বাধা থাকল না। ন্যাটোতে দেশটির  যোগদান মেনে নিয়েছে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) তুরস্কের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডকে এই সামরিক  জোটে সমর্থন দেওয়া হয়।

তুরস্কের অনুমতি না পেলে ন্যাটোতে যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের।  ৩০ সদস্যের ন্যাটো জোটে শুধু তুরস্কই বাকি ছিল।

ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে সব সদস্য দেশের সম্মতির দরকার পড়ে।

অপরদিকে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ সুইডেনও ন্যাটোর সদস্য হতে চায়। ।


আপনার মূল্যবান মতামত দিন: