odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

শতভাগ ফিট হয়েই তামিমের ফেরা উচিত: মাশরাফি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৬:৩২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৭ July ২০২৩ ১৬:৩২

যেহেতু পারফরম্যান্স দিয়েই নিজকে প্রমাণ করতে হবে, তাই শতভাগ ফিট হয়েই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা উচিত বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

পিঠের চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে অবস্থান করায় ৩০ জুলাই শুরু হতে যাওয়া এশিয়া কাপের অনুশীলন ক্যাম্পে ওয়ানডে অধিনায়ক তামিমকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয়।

আজ রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘আমি মনে করি পুরোপুরি ফিট হয়ে তামিমের ফেরা উচিত। সে পারফরম করবে এমন মানসিক প্রস্তুতিও থাকা উচিত।

ম্যাশ আরো বলেন, ‘কোচ, ক্রিকেট বোর্ড তার পক্ষে বা আমরাও তার পক্ষে, কিন্তু কে তার পক্ষে থাকবে আর কে বিপক্ষে থাকবে- এমন কিছু নিয়ে সে চিন্তিত থাকবে আমরা এটা চাই না। সে একজন পারফরমার এবং তাকে পারফরম করতে হবে। সে যদি পারফরম করে তবে সব কিছু ঠিক হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: