odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করলো পাকিস্তান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৮ July ২০২৩ ০২:২৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৮ July ২০২৩ ০২:২৭

ঘরের মাঠে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেল শ্রীলঙ্কা। কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই আজ বৃহস্পতিবার স্বাগতিকরা হেরেছে ইনিংস এবং ২২২ রানের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচটি পাকিস্তান ৪ উইকেটে জেতায় ২-০ ব্যবধানে সিরিজে ধোলাই হলো শ্রীলঙ্কা।

কলম্বোতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে অল আউট হয়েছিল স্বাগতিকরা। জবাবে ৫ উইকেটে ৫৭৬ রান তুলে আজ বৃহস্পতিবার পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করেন শ্রীলঙ্কান ব্যাটাররা। বাঁহাতি স্পিনার নোমান আলীর দাপটে তারা অল আউট হয় মাত্র ১৮৮ রানে। ফলে ২২২ রানের বিশাল ইনিংস ব্যবধানে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। 



আপনার মূল্যবান মতামত দিন: