odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়ছে গাড়ির চাপ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ September ২০২৩ ১৬:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ September ২০২৩ ১৬:২৫

যান চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার পর এই পথে ক্রমে গাড়ির চাপ বাড়ছে। প্রথম দিন গত রবিবার মোট ২২ হাজার ৮০৫টি গাড়ি এই পথ ব্যবহার করেছে। পরদিন সোমবার ব্যবহার করেছে ২৭ হাজার ১২১টি গাড়ি। আর গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পথে গাড়ি চলেছে ১০ হাজার ২৮১টি।

সরেজমিনে দেখা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত পথে চালু হওয়া ১৩টি র‌্যাম্পেই গাড়ি ওঠার সংখ্যা বাড়ছে। তবে কাওলা র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠা এবং ফার্মগেটের র‌্যাম্প দিয়ে নামার চাপ বেশি। অফিস সময়কে কেন্দ্র করে সকাল-বিকেল দুই বেলা তুলনামূলক গাড়ির চাপ বেশি। তবে গণপরিবহন যাতায়াত খুবই কম।

রবিবার থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৫৬ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে ৬০ হাজার ২৯৮টি গাড়ি চলাচল করেছে। এতে মোট ৪৮ লাখ ৮২ হাজার ২৪০ টাকা টোল আদায় হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: