odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

বগুড়ার শেরপুরে “মা” সমাবেশ অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ October ২০১৮ ১৭:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ October ২০১৮ ১৭:৪৯

আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ “শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেরিয়ে যাও” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ৩১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সুঘাট ইউনিযনের নাগেশ্বরগাঁতী বেসরকরী প্রাথমিক বিদ্যায়ের উগ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


নাগেশ্বরগাঁতী বেসরকরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চকনশী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিটন খান।

ম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা ও ম্যনেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম ফকির। এ সময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অভিভাক সদস্য বাবুল আকতার, গোলাম ফারুক, সোহানুর রহমান, আব্দুল লতিফ, নুরুল ইসলাম, মা অভিভাবক রাজিয়া সুলতানা, রেখা বেগম, রুপালি বেগম, ময়না বেগম, সখিনা খাতুন, বিলকিস  বেগম, মর্জিনা আক্তার, খাদিজা বেগম, মিনা খাতুন, রেবেকা সুলতানা, সোনিয়া বেগম, ফাতেমা বেগম ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা লাইলি খাতুন, মারুফা খাতুন, কনক, সুবর্না খাতুনসহ প্রায় শতাধিক মহিলা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা সন্তানদের পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে মায়ের ভূমিকা ও করনীয় বিষয় আলোচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: