odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

অধিকার বঞ্চিত শিশুদের এক-তৃতীয়াংশের বাস ভারতে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ November ২০১৮ ০১:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ November ২০১৮ ০১:১৮

২০১৮ সালের গুরুত্বপূর্ণ বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে বিশ্বের প্রায় সব দেশেই পুষ্টিহীনতা বিদ্যমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিকাশ বাধাগ্রস্ত শিশুদের মধ্যে এক-তৃতীয়াংশ বাস করে ভারতে।

প্রতিবেদন অনুসারে, ভারতে ৪ কোটি ৬০ লাখ শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে পুষ্টিহীনতার কারণে। এদের মধ্যে ২ কোটি ৫৫ লাখ শিশুর উচ্চতা অনুসারে ওজন কম। আর সারাবিশ্বে বিকাশ বাধাগ্রস্ত হওয়া শিশুর সংখ্যা ১৫ কোটি ৮ লাখ এবং উচ্চতা অনুযায়ী ওজন কম থাকা শিশুর সংখ্যা ৫ কোটি ৫ লাখ। সেন্টার ফর ফুড পলিসির পরিচালক ও গবেষণা প্রতিবেদনটির যুগ্ম প্রধান কর্নিনা হকস বলেন, পরিস্থিতি কেন এত খারাপ সেই প্রশ্নটি অস্বস্তির কারণ নয়।

প্রশ্ন হচ্ছে, কেন আগের চেয়ে সবকিছু ভালো করে জানার পরও পরিস্থিতি ভালো হচ্ছে না। পুষ্টিহীনতা সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে। যদিও ২০০০ থেকে ২০১৭ সাল সময়ের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিহীনতা হ্রাস পেয়েছে এই মহাদেশেই। ৩৮ শতাংশ পুষ্টিহীনতা থেকে এখন তা কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুষ্টিহীনতার উচ্চ মাত্রার কারণে রক্তস্বল্পতা, কম জন্মহার ও বিলম্বিত বিকাশ বিরাজ করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

প্রতিবেদন অনুসারে, তিনটি দেশেই বিশ্বের প্রায় অর্ধেক (৪৭.২ শতাংশ) বিকাশ বাধাগ্রস্ত শিশুর বাস। এই তিনটির দেশের মধ্যে দুটি হচ্ছে এশিয়ার: ভারত (৪ কোটি ৬০ লাখ) ও পাকিস্তান (১ কোটি ৭ লাখ)। ১৪০টি দেশের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে পুষ্টিহীনতার হার কমছে। তবে তা এত দ্রুত কমছে না যাতে করে ২০৩০ সালের মধ্যে পুষ্টিহীনতা দূর করার এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।-খবর আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: