odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

সেরা মা’য়ের পদক পাচ্ছেন বাইক চালক শাহনাজ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ January ২০১৯ ১৭:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ January ২০১৯ ১৭:৫০

স্টাফ রিপোর্টার
বাইক চালিয়ে অর্থ উপার্জন করে দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজ এবার পাচ্ছেন সেরা মা পদক। তাকে এ পদক দেবে ‘এ আর কিডস মিডিয়া’।

রাইড শেয়ারিংয়ের মাধ্যমে উবার ও পাঠাওয়ের সহায়তায় তিনি রাজধানীতে বাইক চালিয়ে অর্থ উপার্জন করেন।

শাহনাজকে পদক দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিডস মিডিয়ার সিইও আরিফ রহমান শিবলী। তিনি বলেন, ছয়জন মায়ের হাতে তুলে দেয়া হবে ‘এ আর কিডস সেরা মা-২০১৯’ এর পদক।

সংগ্রামী নারী শাহনাজ আক্তার সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। রাজধানীর মিরপুরেই জন্ম তার। বাবা নেই। স্বামী থাকলেও তিনি আলাদা থাকেন। তার সঙ্গে তার দুই মেয়েও থাকে। বড় মেয়ে নবম ও ছোট মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন: