odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্যমন্ত্রীর কর্মপরিকল্পনা সভা 

gazi anwar | প্রকাশিত: ৩১ January ২০১৯ ১৭:৫৯

gazi anwar
প্রকাশিত: ৩১ January ২০১৯ ১৭:৫৯

 
 
ঢাকা: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
 
সরকার তার নির্বাচনী প্রতিশ্র“তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
 
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছেন, তা ইশতেহারে লিপিবদ্ধ। তিনি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার সদস্যবৃন্দসহ দলের সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা ইশতেহারের তথ্য ও গণমাধ্যম সংশ্লিষ্ট অংশের পূর্ণ বাস্তবায়নের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছি। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পর জানুয়ারি শেষ হবার আগেই বৈঠকে মিলিত হয়েছি আমরা।’
 
ড. হাছান মাহমুদ এসময় তথ্য মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প, জাতীয় প্রেসক্লাবের ২১তলা ভবন নির্মাণে সহায়তা দান, তথ্য অধিকার আইন প্রয়োগে অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহদান ও প্রশিক্ষণ, পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদপত্রে বিজ্ঞাপনে সুষমতা এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিকাশে সহায়তা দেবার কথা উলে­খ করেন। গুজব প্রতিরোধ সেলকে শক্তিশালী করার জন্য প্রকল্প গ্রহণের বিষয় বিবেচনার কথাও বলেন তিনি। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার এবং তার হাত ধরেই বাংলাদেশের গণমাধ্যম  যুগান্তকারী বিকাশ লাভ করেছে উলে­খ করে মন্ত্রী বলেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না। গণমাধ্যমবান্ধব হবে আইন।’ 
 
এছাড়া পেশাদার সাংবাদিকদের কল্যাণে প্রচলিত উদ্যোগের পাশাপাশি নতুন উদ্যোগও নেওয়া হবে, বলেন ড. হাছান মাহমুদ।  
 
-মীর আকরাম উদ্দীন আহম্মদ/ সিনিয়র তথ্য অফিসার/০১৭৬৩-৭৭০২০৭ (মোবাইল)


আপনার মূল্যবান মতামত দিন: