odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

কুমিল্লার দাউদকান্দির আখতারুজ্জামান বেলজিয়ামে "স্পাইসি হাউজ" এর প্রতিষ্ঠাতা

gazi anwar | প্রকাশিত: ৩ March ২০১৯ ০৮:২৩

gazi anwar
প্রকাশিত: ৩ March ২০১৯ ০৮:২৩

কুমিল্লার দাউদকান্দির আখতারুজ্জামান বেলজিয়ামে প্রতিষ্ঠা করেন স্পাইসি হাউজ নামে একটি রেস্টুরেন্ট।

শুক্রবার রেস্টুরেন্ট উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাহাদাত হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, সহসভাপতি বাবু বিধান দেব, সুজা চৌধুরী, ড. ফারুক মির্জা, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, তনু মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, ইকরাম সিকদার, জাহিদুল ইসলাম, শায়লা সারমিন কমিশনার, বিবিএফসির সভাপতি রত্না খান তমা, আশিক আলী।

এ ছাড়া কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, স্পাইসি হাউজ রেস্টুরেন্টের মাধ্যমে বেলজিয়ামে বাংলাদেশিদের ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হলো। বাংলাদেশ ধীরে ধীরে বিশ্বের দরবারে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে রেস্টুরেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: