odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১০:৫৩

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১০:৫৩

ঢাকা: বাংলাদেশ মহিলা পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘আসুন যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলি’- এই স্লোগানে দিবসটি পালন করছে মহিলা পরিষদ।
১৯৭০ সালের ৪ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদ আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশে নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন কাজ শুরু করে। দীর্ঘ পথচলায় নারী-পুরুষের সমতাপূর্ণ মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে দৃঢ় সংকল্প নিয়ে গড়ে উঠেছে মহিলা পরিষদের সাংগঠনিক ভিত্তি।

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সাংবাদিকদের বলেন, নারীর অধিকার বিষয়ে মহিলা পরিষদের রয়েছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। আজকের মহিলা পরিষদের কাছে সমাজের চাহিদা অনেক। নারী আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রজন্মের চিন্তা-ভাবনাকে সংগ্রহ করার প্রয়াস অব্যাহত রেখেছেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: