odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

শুয়ে থাকার চাকরি, বেতন ১৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১৫:৩৭

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১৫:৩৭

ডেস্ক: মহাকাশ গবেষণা সংস্থা নাসা দিচ্ছে দু’মাস শুয়ে থাকার চাকরি। মূলত, মানুষের শরীরে কৃত্রিম মাধ্যাকর্ষণের প্রতিক্রিয়া কী হয় তা যাচাই করতে এই গবেষণায় ২৪ জনকে নেয়া হবে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এর খবরে বলা হয়, চাকরি প্রাপ্তদের কাজ হবে নাসার গবেষণার অংশ হিসেবে ৬০ দিন গবেষণাগারের বিছানায় শুয়ে থাকা। এর বিনিময়ে তারা পাবে ১৪ হাজার ১৭৭ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকা।

ইউরোপীয়ান স্পেস এজেন্সি- এসা'র সঙ্গে সমন্বিতভাবে এ গবেষণা পরিচালনা করছে নাসা। এজন্য বাছাইকৃত ২৪ জন আগামী সেপ্টেম্বরে জার্মান অ্যারোস্পেস সেন্টারে যাওয়ার সুযোগ পাবেন। সেখানেই বৈজ্ঞানিক গবেষণার জন্য দুই মাস ধরে শুয়ে থাকতে হবে তাদের। নাসার প্যাকেজটি মূলত ৮৯ দিনের। ঘুমানোর ৬০ দিনের আগে পরে সবার সঙ্গে পরিচিত হওয়া, নতুন পরিবেশে খাপ খাওয়ানো এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতির মতো আনুষঙ্গিক কার্যাবলিতে ব্যয় হবে।

অংশগ্রহণকারীদের শুয়ে থাকার ধরন হবে কিছুটা ভিন্ন। রক্তপ্রবাহ কমাতে তাদের মাথার চেয়ে পা কিছুটা ‍উপরে থাকবে। বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণা মহাকাশে তাদের দীর্ঘ যাত্রাকালীন অবস্থা নিয়ে কোনো সুফল নিয়ে আসতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন: