odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

মুরগীর বাচ্চা বাঁচাতে হাসপাতালে শিশু

Akbar | প্রকাশিত: ৪ April ২০১৯ ১৬:১০

Akbar
প্রকাশিত: ৪ April ২০১৯ ১৬:১০

আন্তর্জাতিক: এবার ৬ বছর বয়সী এক ছোট্ট শিশু চোট পাওয়া একটি মুরগীর বাচ্চাকে বাঁচানোর ঘটনায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলো।

জানা গেছে, শিশুটির নাম ডেরিক সি লালচনহিম। সে সাইকেল চালানোর সময় চাপা দেয় একটি মুরগীর বাচ্চাকে। মুরগীর বাচ্চার প্রতি শিশুটির অপরাধবোধ ও সহানুভূতি মানুষের বিবেকও নাড়া দেয়।

প্রতিবেশীর মুরগীর বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত ওই শিশুটি তার কাছে যে কয়টা টাকা ছিল তা হাতে নিয়ে মুরগীর বাচ্চাসহ পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়।

সম্প্রতি ভারতের মিজোরাম রাজ্যের সাইরাং অঞ্চলে এ ঘটনাটি ঘটেছে।

বুধবার (৩ এপ্রিল) ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শিশুটির এক হাতে ছিল ১০ টাকার একটি নোট আর অন্য হাতে আহত সেই মুরগীর বাচ্চাটি। সেই ছবি একজন ফেসবুক ব্যবহারকারী শেয়ার করার পর তা ভাইরাল হয়।

এর মধ্যে প্রায় ১ লাখেরও বেশি মানুষ ছবিটির রিয়েকশন দিয়েছে এবং প্রায় ১০ হাজার মানুষ ছবিটির নিচে মন্তব্য করেছেন।

এ বিষয়ে শিশু লালচনহিমের বাবা বলেন, যখন মুরগীর বাচ্চাটি আহত অবস্থায় দেখি, তখন প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল। হাসপাতাল থেকে শেষমেশ ছোট্ট ডেরিক মুরগীর বাচ্চাটিকে সুস্থ করে বাড়ি ফিরতে পারেনি। তবে তার সহানুভূতি এবং অপরাধবোধ সবাইকে একবার হলেও ভাবাচ্ছে এমনটাই বলছিলেন শিশুটির বাবা।



আপনার মূল্যবান মতামত দিন: