odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

বিশ্বের গভীরতম সুইমিং পুল

Akbar | প্রকাশিত: ৮ April ২০১৯ ২০:০৬

Akbar
প্রকাশিত: ৮ April ২০১৯ ২০:০৬

বিশ্বের গভীরতম সুইমিং পুলের রেকর্ড করতে যাচ্ছে পোল্যান্ড। এটি এ বছরই চালু হবে। এর নিচে থাকবে সুড়ঙ্গ। এর মাধ্যমে ১৪৮ ফুট নিচে নামার সুযোগ পাবেন দর্শনার্থীরা। ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনাপুলে থাকবে আট হাজার ঘনমিটার জল। এই সংখ্যা অলিম্পিক গেমসে ব্যবহৃত ২৫ মিটার গভীর পুলে গড়ে যত জল থাকে তার চেয়ে ২৭ গুণ বেশি। এটি চালু হলে কেমন দেখাবে সেই গ্রাফিক উপস্থাপনা প্রকাশিত হয়েছে। চলুন ছবিতে দেখে নেয়া যাক-

 

 

 

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: