odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিনা টিকিটে রাজশাহী ভ্রমণের সুযোগ

Akbar | প্রকাশিত: ২০ April ২০১৯ ১৩:১৪

Akbar
প্রকাশিত: ২০ April ২০১৯ ১৩:১৪

রাজশাহী,২০এপ্রিল(অধিকারপত্র):বনলতা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যেতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। মূলত, ২৫ এপ্রিল ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন এই সার্ভিস উদ্বোধন হবে, সে যাত্রায় কারো কোনো টিকিট লাগবে না। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ট্রেনটি চলাচল শুরু করবে। তখন শ্রেণীভেদে নির্ধারিত মূল্যে টিকিট কাটতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিনা খরচে রাজশাহী গিয়ে হতাশ হতে হবে না। এই জেলায় দেখার মতো অনেক কিছুই আছে। অবশ্য জেলা শহরটাও দেখার মতো। শহরের প্রধান প্রধান কেন্দ্রগুলো হল- শাহেববাজর, রানীবাজার, রেশমপট্টি, ঘোড়ামারা, হাতেমখানা, দরগাপাড়া, কুমারপাড়া, বোয়ালিয়া ইত্যাদি। শহর ঘোরার পর দেখে নিতে পারেন বরেন্দ্র গবেষণা জাদুঘর। এ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে একটা ধারণা মিলবে। রাজশাহী সদর হাপতালের সামনে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর।

রাজশাহী শহরের পাশে পদ্মার তীরে ইংরেজি ‘টি’ আকৃতির বাঁধ এখন শহরের অন্যতম বেড়ানোর জায়গা। পদ্মার শীতল বাতাসের পরশ নিতে প্রতিদিন বহু মানুষ এখানে জড়ো হন। পদ্মায় এখন পানি এসেছে। এখান থেকে নৌকা ভাড়া করে তাই ঘুরে আসতে পারেন পদ্মার কোনো চর। এছাড়া রাজশাহী শহরের পাশে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এর ছায়া ঘেরা ক্যাম্পাসে বেড়াতে মন্দ লাগবে না!

 



আপনার মূল্যবান মতামত দিন: