odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

শুরু হচ্ছে ৩০ এপ্রিল ‘পর্যটন সেবা সপ্তাহ’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ April ২০১৯ ০২:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ April ২০১৯ ০২:২৩

 

 পর্যটন করপোরেশনের উদ্যোগে আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী ‘পর্যটন সেবা সপ্তাহ’ শুরু হচ্ছে। এ সেবা সপ্তাহ আগামী ৬ মে পর্যন্ত চলবে।
এবার সপ্তাহটির শ্লোগান হচ্ছে-“পর্যটনের গর্বিত অতিথি হউন, দেশ সেবায় অবদান রাখুন।”
এ উপলক্ষে অতিথিগণকে সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের সকল হোটেল বা মোটেলগুলোতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সপ্তাহটি পালনকালে হোটেল বা মোটেলগুরোতে আসা অতিথিদেরকে আবাসিক ভাড়ার উপর শতকরা ৩০ ভাগ রেয়াত দেয়া হবে।
এছাড়াও রয়েছে পর্যটন করপোরেশনের হোটেল বা মোটেল, রেস্তোরাঁতে আসা অতিথিদের জন্য বিদ্যমান খাদ্য তালিকায় কমপক্ষে একটি স্থানীয় খাদ্য অন্তর্ভুক্তকরণ ও সকালের নাস্তার তালিকায় একটি বিশেষ খাদ্য অন্তর্ভুক্তকরণ করা হবে।
এছাড়াও ঢাকা-চট্টগ্রাম-ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে পর্যটন করপোরেশনের সরবরাহকৃত ¯œ্যাক্স মেন্যুতে একটি বিশেষ আইটেম (সুস্বাদু সন্দেশ বা লাড্ডু) অন্তর্ভুক্তকরণসহ রজনীগন্ধা ফুলের স্টিক বা চকলেট দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হবে।
এছাড়াও থাকছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য ‘বীচ ক্লিনিং’ কর্মসূচী।


আপনার মূল্যবান মতামত দিন: