odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গর্ভনিরোধক গহনা আবিষ্কারের পথে বিজ্ঞানীরা!

Akbar | প্রকাশিত: ৩ May ২০১৯ ১২:৩২

Akbar
প্রকাশিত: ৩ May ২০১৯ ১২:৩২

ডেস্ক,০৩মে(অধিকারপত্র): অসাবধানে বা অপরিকল্পিতভাবে মিলন হয়ে যেতেই পারে। এই পরিস্থিতিতে গর্ভধারণের ঝুঁকি এড়াতে অধিকাংশ নারীই বার্থ কন্ট্রোল পিল বা জন্মনিয়ন্ত্রক অষুধের দ্বারস্থ হন। কিন্তু বাজারে পাওয়া গর্ভনিরোধক ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়ার একটা ভয় বা ঝুঁকি কিন্তু থেকেই যায়। কিন্তু যদি এক জোড়া কানের দুল বা একটা আংটি পরলেই অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি এড়ানো যায়! শুনতে অদ্ভুত লাগছে! এমনই গর্ভনিরোধক গহনা আবিষ্কারের দোর গোড়ায় দাঁড়িয়ে একদল মার্কিন বিজ্ঞানী।

‘জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র একদল গবেষক এমন কানের দুল বা হাতঘড়ি বা আংটির মতো অলঙ্কারের সঙ্গে গর্ভনিরোধক হরমোন বিশেষ উপায়ে যুক্ত করে দেওয়ার কথা ভাবছেন। এই গবেষণা সফল হলে এই গর্ভনিরোধক হরমোন ত্বকের মধ্যে দিয়ে শরীরের রক্ত প্রবাহের সঙ্গে মিশে যাবে।

এখনো পর্যন্ত এই গহনা মানুষের শরীরে ঠিক কীভাবে কাজ করবে তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে আপাতত ইঁদুর এবং শুয়োরের উপর এই গয়নার প্রভাব পরীক্ষা করে সাফল্য মিলেছে।

এই গর্ভনিরোধক অলঙ্কার গর্ভনিরোধক পদ্ধতিকে আরও আকর্ষণীয় ও সহজ করে তুলবে। তবে এই পদ্ধতিকে জনপ্রিয় করে তুলতে এর ব্যবহারকে আরো সহজ করার কথা ভাবছেন তারা।

মানুষের শরীরে এই গর্ভনিরোধক পদ্ধতি কতটা কার্যকরী হবে, তা নিয়ে আরো কয়েক ধাপ পরীক্ষা করা প্রয়োজন। তবে খুব শীঘ্রই এই গবেষণায় তারা সফল হবেন বলে আশাবাদী অধ্যাপক প্রুসনিৎস।

সুত্রঃ sciencedaily.com

 



আপনার মূল্যবান মতামত দিন: