odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
আপত্তি নেই বোনের

গর্ভে দুলাভাইয়ের সন্তান,

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ August ২০১৯ ১১:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ August ২০১৯ ১১:০৭

 

তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। তবে হঠাৎ করে সবাইকে জানালেন, তিনি নিজের গর্ভে তার দুলাভাইয়ের (ননদের স্বামী) সন্তান বহন করছেন। আর এতে তার স্বামী ও ননদ কিছু মনে করছেন না।

৩১ বছরের এই নারীর নাম র‍্যাচেল উইলকক্স। তার স্বামী মিকাহ (৩১)। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালে বিয়ে করেন এই দম্পতি। সংসারে রয়েছে তিনটি সন্তান। যখন তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন, তখন র‍্যাচেল জানতে পারলেন তার স্বামীর বোন ৩৩ বছরের আমান্ডা প্যাটারসন কোলন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন।

ব্রিটেনের গণমাধ্যম মিরর আমান্ডা আর র‍্যাচেলের ওপর এই প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৪ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্টের টেনেসি অঙ্গরাজ্যের ফ্রাংকলিন এলাকার বাসিন্দা আমান্ডা পেটে প্রচণ্ড ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এরপর জানতে পারেন তিনি কোলন ক্যানসারে আক্রান্ত। গলায় টিউমার হয়েছে। মোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হচ্ছে।

ওই বছরই হবু স্বামী রিডের সঙ্গে দেখা হয় আমান্ডার। এরপর চিকিৎসকের কাছে তিনি জানতে চান, তিনি কখনো মা হতে পারবেন কি না। জবাবে চিকিৎসক জানান, না।

এই উত্তরে ভেঙে পড়েন আমান্ডা। তখন রিডকে তিনি জানান, রিড চাইলে তাকে ছেড়ে যেতে পারেন। তবে রিড জানান, তিনি আমান্ডাকে ভালোবাসেন, তাই বাচ্চা না হওয়ার কারণে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

আমান্ডার ভাই মিকাহর সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেন র‍্যাচেল। ফলে আমান্ডা-র‍্যাচেলের সম্পর্কও অনেক দিনের। তাই তার কষ্টগুলোও কাছ থেকে দেখেছেন র‍্যাচেল। দুজনের সম্পর্ক তাই ননদ-ভাবির চেয়ে বেশি, অনেকটা বন্ধুর মতো।

একদিন আমান্ডার চিকিৎসক র‍্যাচেলকে আমান্ডার সন্তানের সারোগেট মা হওয়ার পরামর্শ দেন। অর্থাৎ কৃত্রিমভাবে র‍্যাচেলের গর্ভে স্থাপন করা হবে আমান্ডা-রিডের ডিম্বাণু-শুক্রাণু। তা নিষিক্ত হলে গর্ভবতী হবেন র‍্যাচেল। কিন্তু জীনগতভাবে সেই সন্তানের বাবা-মা হবেন রিড-আমান্ডা।

এতে র‍্যাচেল হেসে ওঠেন। কারণ এরই মধ্যে সবাইকে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন যে, তৃতীয় এবং শেষবারের মতো মা হচ্ছেন তিনি। আর গর্ভবতী হতে চান না তিনি।

এদিকে, বিয়ের পর আমান্ডা-রিড দম্পতি সন্তান দত্তকও নিতে চেয়েছিলেন। কিন্তু ক্যানসার আক্রান্ত হওয়ায় দত্তক নেওয়ার উপযোগী ছিলেন না তিনি। এ পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে র‍্যাচেল চিকিৎসকের সেই কথা ভাবতে বসেন। ভাবেন তিনিই হতে পারেন আমান্ডা-রিডের সন্তানের সারোগেট মা।

বিষয়টি নিয়ে স্বামী মিকাহর সঙ্গে কথা বলেন র‍্যাচেল। এরপর আমান্ডা ও রিডকে দীর্ঘ বার্তা পাঠান তিনি। জানান, তিনি সত্যিই আমান্ডা-রিডের সন্তানকে গর্ভে বহন করতে চান। কয়েকদিন পর এই সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করেন আমান্ডা ও রিড। তারা জেসটেশনাল সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দিতে চান, যাতে আমান্ডার ডিম্বাণু ও রিডের শুক্রাণু র‍্যাচেলের গর্ভে স্থাপন করা হয়।

নানা পরীক্ষা-নিরীক্ষার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, র‍্যাচেল অন্তঃসত্ত্বা। র‍্যাচেলের কাছে এই ঋণ মুখে প্রকাশ করতে পারবেন না বলে জানালেন আমান্ডা। এ মুহূর্তে র‍্যাচেল ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এবং তার গর্ভে বেড়ে উঠছে আমান্ডা-রিডের মেয়েসন্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর পৃথিবীতে আসবে সে।

র‍্যাচেল বলেন, তার স্বামী খুব সাহায্য করেছেন তাকে এবং তার বোনের বাচ্চা গর্ভে ধারণ করা নিয়ে কোনো আপত্তিও তোলেননি



আপনার মূল্যবান মতামত দিন: