odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
১৫,১৭,২১ আগস্ট আর দেখতে চায়না বাংলার জনগন

বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন।

odhikar patra | প্রকাশিত: ২৭ August ২০১৯ ০১:১৭

odhikar patra
প্রকাশিত: ২৭ August ২০১৯ ০১:১৭

গতকাল ২৫ শে আগষ্ট ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস, ১৭ আগষ্ট  সারা দেশে সিরিজ বোমাবর্ষন, ২১ শে আগষ্ট  নিয়া আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়, 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজল, সাধারণ সম্পাদক, আওয়ামীলী,, ডেমরা থা।।

উক্ত আলোচনা সভায়, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও তরুন আওয়ামীলীগ নেতা মোঃজাহিদ হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও জাহিদুল রাজুর পরিচালনায়, আলোচনা  

 

সভায় বক্তারা বি এন পি জামাত কে হুশিয়ারি হুশিয়ার করে বলেন বাংলাদেশর জনগণ এখন অনেক সচেতন বাংগালী আর কোন ১৫ ই আগস্ট এবং ২১ শেষ আগস্ট দেখতে চায়না।  এবং সরকারের কাছে ২১ শেষ আগস্ট এর মাস্টর মাইন্ড তারেক জিয়াকে অনতিবিলম্বেে দেশে এনে আইনের কাঠগড়ায় দার করানোর জন্য প্রয়জনীয় ব্যাবসথা নেওয়ার অনুরোধ করেন।

পরে ১৫ ই আগস্ট ও ২১ শেষ আগস্ট এ শহীদের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিল ও তোবারক বিতরন করা হয়।                      



আপনার মূল্যবান মতামত দিন: