odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জানেন, আপনি কীভাবে মোবাইল ঘাঁটেন তার উপরেই নির্ভর করে আপনার যৌন জীবন!

odhikar patra | প্রকাশিত: ২৬ November ২০১৯ ০৩:০০

odhikar patra
প্রকাশিত: ২৬ November ২০১৯ ০৩:০০

বিজ্ঞান বিষয়ক জার্নাল ক্লিনিকাল অ্যানাটমিতে প্রকাশিত হয়েছে একটি নয়া গবেষণা। ওই গবেষণা অনুযায়ী আরকাসস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইলেক্ট্রনিক সরঞ্জাম ব্যবহারের সময় ঘাড় এবং মাথা বেঁকিয়ে রাখার নানা বিভঙ্গ নিয়ে কাজ করেছেন।

গবেষণার ভিত্তিতে জানা গেছে যে, মহিলারা এবং কম উচ্চতার ব্যক্তিরা পুরুষদের এবং দীর্ঘকায় মানুষের তুলনায় ভিন্নভাবে নিজেদের ঘাড় বেঁকিয়ে মোবাইল বা অন্য সামগ্রী ঘাঁটেন। এই বিষয়টি মহিলাদের ঘাড়ে ও মাথায় ব্যথা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ।

ওই গবেষণায় আরও জানা গিয়েছে যে এই ডিভাইসগুলি যেমন মোবাইল বা ট্যাবলেট ঘাঁটার সময় আমরা বেশ খানিকক্ষণ একইভাবে ঘাড় নিচু করে বা বেঁকিয়ে রাখি।

যার ফলে গলা ও মাথার সংযোগস্থলে, ঘাড়ে এবং কাঁধের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘমেয়াদি ব্যথাও সৃষ্টি হয় এর ফলে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: