
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে আতঙ্ক ছড়াতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন প্রেক্ষাপটে দলীয় প্রার্থী ও নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান কাদের।
কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে এই নির্বাচনে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই
আপনার মূল্যবান মতামত দিন: