odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবছেন মোসাদ্দেক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ March ২০২০ ০১:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ March ২০২০ ০১:২৮

 

 

ঢাকা, ২৮ মার্চ ২০২০ : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে সাধারন ছুটি হওয়ায় মহা বিপদে পড়েছে নি¤œ শ্রেনির মানুষরা। তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
একটি পিকআপ ভ্যানের মাধ্যমে নিজ এলাকায় অসহায়দের মাঝে জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন মোসাদ্দেক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে কিছু ছবি পোস্ট করেন মোসাদ্দেক। ছবির স্ট্যাটাসে মোসাদ্দেক লিখেন, ‘পুরো দেশ আজ করোনা ভাইরাস বা কোভিড-১৯এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি৷ ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়।
দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সবচাইতে বেশি বিপদে। নেই কোনো আয় রোজগার, তাই পেটেও নেই খাবার। মানুষ হিসেবে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।
আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় বা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচও খেলেননি মোসাদ্দেক। ফলে করোনাভাইরাসের জন্য জাতীয় দলের ২৭ জন মিলে যে অনুদান তুলেছেন সেখানে শরীক হতে পারেননি মোসাদ্দেক।
জাতীয় দলের সাথে সম্মলিতভাবে না পারলেও নিজ উদ্যোগে ঠিকই অসহায়-দুস্থদের পাশে দাঁড়ালেন মোসাদ্দেক।



আপনার মূল্যবান মতামত দিন: